খেলাধুলাবিয়ানীবাজার সংবাদ
আগামীকাল গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি লিজেন্ড এবং এ্যারাইভেলস
ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বিয়ানীবাজারের দুই হট ফেভারিট লিজেন্ড অব বিয়ানীবাজার এবং এ্যারাইভেলস স্পোর্টিং ক্লাব। শনিবার সকাল ১০ টায় পিএইচজি মাঠে আসরের এই দুই হট ফেভারিট। ম্যাচটিতে উপস্থিত হয়ে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা ১ম বিভাগ ক্রিকেট লীগের এবারেরলীগে ১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করেছিলো যেখানে প্রথম পুরষ্কার ৫০ হাজার টাকা প্রাইজমানি সহ একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরষ্কার ২৫ হাজার টাকা প্রাইজমানি সহ আকর্ষণীয় ট্রফি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ৮ হাজার টাকা সহ সেরা বোলার এবং ব্যাটসম্যান ক্যাটাগরিতে নগদ অর্থ সহ আকর্ষণীয় পুরষ্কার থাকছে।