সুনামগঞ্জ

দোয়ারাবাজারে বৃদ্ধের লা শ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বোগলাবাজারস্থ পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রনির বারান্দা থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রনির বারান্দায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরনের সময় উক্ত অজ্ঞাতনামা পুরুষ (পাগল) মৃত্যুবরন করে। উক্ত অজ্ঞাতনামা লাশটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। শনাক্তকরণের নিমিত্তে আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য সিআইডি, জোন সিলেট ও পিবিআই সিলেট এ সংবাদ প্রেরণ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। থানার অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

Back to top button