বড়লেখা

বড়লেখায় কৃষি জমি থেকে যুবকের ক্ষ ত-বি ক্ষ ত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ বড়লেখায় কৃষি জমি থেকে যুবকের ক্ষত-বিক্ষত যুবকের লাশ উদ্ধার!

মৌলভীবাজারের বড়লেখায় কৃষিজমি থেকে রিয়াজ উদ্দিন নামে এক দিনমজুরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মাধবছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিয়াজ ওই ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত ফরিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাধবছড়া ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিম দিকে ছড়ার তীরের কৃষিজমিতে স্থানীয় কৃষকেরা বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়াদৌস হাসান, এসআই হাবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে নিহতের মা খনাবি বেগম ঘটনাস্থলে পৌঁছে ছেলের লাশ শনাক্ত করেন। ক্ষতবিক্ষত এই যুবকের লাশ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্তানের লাশ দেখে শোকে কাতর অভাগী মা।

স্থানীয়রা বলছেন, এই যুবককে হত্যা করে মুখ বিকৃত করার চেষ্টা করা হয়েছে। যাতে কেউ তাকে চিনতে না পারেন। কেন, কী কারনে , কারা তাকে হত্যা করেছে এমন আলোচনায় এখন উপজেলাজুড়ে।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারেদৗস হাসান বলেন, ‘লাশের মাথায় একাধিক আঘাত রয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত করে চেহারা বিকৃত করা হয়েছে। এ অবস্থায় লাশ শনাক্তে কিছুটা সমস্যা হলেও পরে তার মা লাশ শনাক্ত করেছেন। লাশের পাশ থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

Back to top button