সিলেট

সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত বিয়ানীবাজারের অরিত্রা তালুকদার

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে জেলা পর্যায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা শ্রেষ্ঠ হয়েছে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী অরিত্রা তালুকদার। আজ জেলা পর্যায় থেকে শ্রেষ্ঠদের চুড়ান্ত তালিকা ঘোষণা করা হলে (ক) শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষার্থী স্কুল ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব অর্জন করে সে।

অরিত্রার এমন অর্জনে বিয়ানীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ তার নিজ বিদ্যাপীঠ বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শুভেচ্ছা ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার বলেন,অরিত্রা একজন শিক্ষার্থী হিসেবে বিয়ানীবাজারের জন্য যে সাফল্য নিয়ে এসেছে আমি একজন শিক্ষক হিসেবে অবশ্যই গর্বিত আশা করি সেই তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, এর আগে অরিত্রা তালুকদার বিয়ানীবাজার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে পুরুষ্কার গ্রহণের করে এবং জেলা পর্যায় অংশগ্রহণ করেন। সে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদারের মেয়ে।

Back to top button