সিলেট

সরলেন আরিফ, আনোয়ারুজ্জামানের পথের বাধা কে?

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রের পথে অনেকটাই নিশ্চিত বিজয়ী হতে চলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনে না আসায় তার বিজয় অনেকটা নিশ্চিত মনে করছেন সিটির বাসিন্দারা। এখন পর্যন্ত সিসিক নির্বাচনে মনোনয়ন যারা নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবেন না বলে মনে করছেন ভোটাররা। গতকাল রেজিস্টারি মাঠে দলীয় সিন্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন আরিফ। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আরিফের নির্বাচনে না আসার খবরে মর্মাহত হয়েছেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিভিন্ন অনলাইন গনমাধ্যমে তিনি বলেন, আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে যাওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দিতাপূর্ন অবস্থা হয়তো কমে যাবে। তিনি এসময় আরিফকে আহ্বান জানান, দলকে বুজিয়ে তিনি যেনো নির্বাচনে অংশ নেন

এদিকে, আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘটনার পরে গুজব রটে তার স্ত্রী শামা হক চৌধুরী সিসিক নির্বাচন করবেন। এব্যাপারে রাতে একটি বার্তায় আরিফুল হক নিশ্চিত করেন, তারা এতো নাটক জানেন না, যে নির্বাচনকে তিনি বয়কট করেছেন সেই নির্বাচনে তার স্ত্রী যাওয়ার প্রশ্নই উঠেনা

শনিবার পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডে ৯০ জন মনোনয়নপত্র কিনেছেন। 

Back to top button