জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
১৭ মে (বুধবার) দুপুর সাড়ে বারোটায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লুৎমহাইল গ্রামের মৃত হবিব উল্লাহ এর ছেলে নুরুল ইসলাম (৪৫) ও হেলিরাই গ্রামের ইউসুফ আলীর ছেলে ছায়াদ আহমদ (৩৫)। আহতদের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান।
জানা গেছে, জাফলং থেকে সিলেটের উদ্যেশে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক এর সঙ্গে দরবস্ত থেকে জৈন্তাপুরের দিকে ছেড়ে যাওয়া গরু বোঝাই মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।