সারাদেশ

বিএনপি ত্যাগী উকিল আবদুস সাত্তার বেসরকারিভাবে নির্বাচিত

বিএনপি থেকে পদত্যাগ করা এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। কলার ছড়ি প্রতীক নিয়ে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ভোট পেয়েছেন ৪৬,৩২৩ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯, ৫০০ ভোট।

এদিকে বেলা ১১ টায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ৮ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বার্ধক্যজনিত কারণে দুজনের কাঁধে ভর করে তিনি ভোট দেন।

ভোট দেয়ার পর আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘নিজের ভোটটি দিতে পেরে খুব ভালো লাগছে। জয়ী হতে পারলে সরাইলের উন্নয়ন কাজ আরও এগিয়ে নিয়ে যাব।’ এ সময় আব্দুস সাত্তার ভূঁইয়ার সঙ্গে ছিলেন তার পুত্র মাইনুল হাসান তুষার, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক রিফাত জিয়া, ভাতিজা মুকসুদ আলী। মাইনুল হাসান তুষার বলেন, ‘বাবাকে নিয়ে এসে ভোট দিয়েছি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ প্রত্যাশী।’

Back to top button