সারাদেশ

‘জিনের বাদশা’ সেজে তারা হাতিয়ে নেন প্রবাসীর স্ত্রীর সাড়ে সাত লাখ টাকা

নিউজ ডেস্ক- টাঙ্গাইলে “জিনের বাদশা” প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এর আগে এদিন ভোরে ভোলার বোরহান উদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হলেন-, মূলহোতা ভোলার বোরহান উদ্দিন উপজেলার চকঢোষ এলাকার বাসিন্দা কবিরাজ আকবর আলী (২৭) এবং একই এলাকার মো. মিরাজ।

র‍্যাব জানিয়েছে, কালিহাতি উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী সঙ্গে ফেসবুক এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ হয়। পরবর্তীতে আকবর এবং মিরাজ জিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ৭ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেন। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ র‌্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার ওই গৃহবধূ কালিহাতি থানায় মামলা দায়ের করেন বলেও জানান র‍্যাব কর্মকর্তা রফিউদ্দীন।

Back to top button
error: Alert: Content is protected !!