সারাদেশ

ছে‌লেকে জেলে দিতে ইউএ‌নও’র কাছে আবেদন মায়ের

গাইবান্ধার ফুলছড়িতে এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে জেল হাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন এক মা। অভিযুক্ত ছেলের নাম আল আমিন (২২)। তিনি ঢাকায় ইটভাটাতে কাজ করতেন। ভুক্তভোগী মা হলেন, উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম উদাখালী গ্রামের আব্দুল মান্ন মিয়ার স্ত্রী আলেতন বেগম। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত আবেদন করেন তিনি।

এদিকে আব্দুল মান্ন মিয়ার স্ত্রী জানান, ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছি। সুন্দর মে‌য়ে দেখে বি‌য়েও করানো হয়েছে। তবে এলাকার নেশাগ্রস্ত ছে‌লে‌দের সঙ্গে ঘুরে আমার ছেলে এখন নেশা ছাড়া থাকতে পারে না। গাজা খেয়ে স্ত্রীকে অত্যাচার করার কারণে সংসার ভেঙে গেছে। পরে ঋণ নিয়ে ওর স্ত্রীকে বিদায় করতে হয়েছে। তিনি জানান, ছেলের নেশার টাকা জোগাড় করতে আমার বৃদ্ধ স্বামী (৭০) আজও কামলা দেয়। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছি। এ কারণে ওকে ভালো করার জন্য জেলে দিতে চাই।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকালে এরকম একটি আবেদন করেছেন ওই মা। ঘটনাটি খুবই দুঃখজনক। ইতোমধ্যে এ বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে জানানো হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Back to top button