হবিগঞ্জ

রেল লাইনের পাশ থেকে যুবকের লা শ উ দ্ধা র

হবিগঞ্জের বাহুবলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর দত্তপাড়া গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান প্রজিৎ কুমার।

Back to top button
error: Alert: Content is protected !!