জৈন্তাসিলেট

জৈন্তাপুরে চোরাচালানের পশুর ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষে আহত ১৫, আটক ৬

টাইমস ডেস্কঃ সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে চোরাচালানের পশুর ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে দুইজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে ৷

গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে চোরাচালানের পশুর ভাগ নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে৷

এলাকাবাসী জানায়, উপজেলার বাইরাখেল সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে কয়েকটি গরু, মহিষ ও ছাগল নিয়ে আসে চোরাকারবারিরা। তাদের দুইপক্ষের মধ্যে ভাগ নিয়ে ঝামেলা ও পরে সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন৷

আহতরা হলেন- বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ, মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী ও আলাই মিয়া, আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ হারিছ উদ্দিন, দেলোয়ার হোসেন, এখলাস উদ্দিন ও ফখরুল ইসলাম৷

এছাড়া গুরুতর আহত কয়েছ আহমদ ও ফখরুল ইসলাম নামে দুই জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে বলে জানিয়েছেন থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

তিনি জানান, বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে কি নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হতে পারে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

Back to top button