হবিগঞ্জ

লাখাাইয়ে আন্তঃজেলা ডাকাত সরদার শাহজাহান গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ লাখাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাজাহানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় (ফকিরদা) এলাকার মৃত ছারু মিয়ার পুত্র।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এসআই দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ও নাসিরনগর থানার পুলিশের সহযোগিতায় রোববার (২২ জানুয়ারি) দুপুরে নাসিরনগর উপজেলার ছাতলপাড় (ফকিরদা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

লাখাই থানা সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২২ দিবাগত রাতে সন্তোষপুর গ্রামে কৃষ্ণপদের বাড়ীতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় আন্তজেলা ডাকাত সরদার শাজাহানসহ মোট ১০ জন ডাকাত গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (২৩ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকরতা এসআই দেবাশিষ তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এদিকে আটক কয়েকজন ডাকাত বিজ্ঞ আদালতে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে বলে জানিয়েছেন তিনি।

Back to top button