খেলাধুলা

নিয়ম অমান্য করে মাঠে ঢুকে খেলা বন্ধ করে রাখলেন সাকিব!

স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে ঝামেলা হয়, যা দেখে নিয়মের তোয়াক্কা না করে মাঠে ঢুকে পড়েন সাকিব। মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় তাকে।

নানা অনিয়ম, বিতর্কের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার শেষ নেই। সাকিব আল হাসানের কিছু কথার জেরে এবারের আসর শুরুর আগে থেকেই আলোচিত বিপিএল। শুরুর পরও সাকিবের কথার রেশ রয়ে যায়।

সাকিব-বিসিবি কর্তাদের মধ্যে কথার লড়াইও হয়। এবার মাঠে ঢুকে নতুন বিতর্কের জন্ম দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৮ রানে তোলে রংপুর।

জবাবে বাটিংয়ে নেমে স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ঠিক করা নিয়ে ঝামেলা হয়, যা দেখে নিয়মের তোয়াক্কা না করে মাঠে ঢুকে পড়েন সাকিব। মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় তাকে।

Back to top button