আন্তর্জাতিক

মাঝ আকাশে উড়োজাহাজের দুই যাত্রীর হাতাহাতি

নিউজ ডেস্ক- ব্যাংকক থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজ। যাত্রীরাও নিজেদের মতো বসেছিলেন তাদের আসনে। হঠাৎ মাঝ আকাশে ঝামেলা বাধে উড়োজাহাজের দুই যাত্রীর মধ্যে। ক্ষণিকের বাকবিতণ্ডা পৌঁছয় হাতাহাতিতে।
এক যাত্রী আসনে বসে ফোন থেকে এই পুরো ঘটনাটির ভিডিও তোলেন। টুইটারে এই ভিডিওটি পোস্ট করার পর ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে।

বুধবার (২৮ ডিসেম্বর) পোস্ট করার পর ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ টুইটার ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।

ব্যক্তিটি জানিয়েছেন যে ‘থাইস্মাইল এয়্যারওয়ে’ সংস্থার উড়োজাহাজে এই ঘটনাটি ঘটে। তিনি টুইট করে মন্তব্য করেছেন যে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে যেন কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেয়া হয়।

ভিডিওটিতে দেখা যায়, দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে দেখা যাচ্ছে। তাদের পাশে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

কিছু ক্ষণের মধ্যেই এক ব্যক্তি অন্য জনের উপর চড়াও হন। চড়-থাপ্পড় মারতে শুরু করেন। অপর ব্যক্তি নিজেকে মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও হাতাহাতিতে জড়াননি। উড়োজাহাজের যাত্রীরা এই ঘটনাটি দেখছিলেন। কয়েক জন ঝামেলা থামাতে বললেও তাদের শান্ত করা যাচ্ছিল না। পরে উড়োজাহাজের কর্মীরা এসে দু’জনের বিবাদ থামান।

তবে এই প্রসঙ্গে উড়োজাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ওই দুই যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছেন কিনা তাও জানা যায়নি।

Back to top button