বিনোদন

বিয়েতে ‘জুতা চুরি’ নিয়ে ঝামেলার ব্যাখ্যা দিলেন ভিকি

বলিউডের অন্যতম একটি জুটি ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফ। নিকটাত্মীয়দের উপস্থিতিতে গত বছর ডিসেম্বরে রাজস্থানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

সম্প্রতি কপিল শর্মা শোতে বিয়ের একটি হাস্যকর ঘটনা শেয়ার করেছেন ভিকি কুশল। জুতা চুরি পর্ব নিয়ে তিনি মুখ খুলেছেন।

ভিকি কুশল বলেন, ‘তখন ছিল বিকালবেলা। সূর্য প্রায় পশ্চিম আকাশে ডুবে যাবে যাবে ভাব। এমন সময় আমার শালী জুতা চুরি করে নিয়ে গেল। আর ওদিকে সূর্য ডোবার আগে ছবি তুলতে চায় ক্যাটরিনা। আর বরের জুতা ছাড়া ছবি তোলা সম্ভব ছিল না। তাই আমার জুতা তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য ক্যাটরিনা নিজেই ওর বোনকে শাসিয়েছে।’

তিনি আরও জানান, ‘জুতা ফেরত পেতে আমাকে কোনো টাকাই গুনতে হয়নি। বরং ক্যাটরিনা নিজেই ছোটবোনের ওপর রাগান্বিত হয়েছে। চিৎকার চেচামেচিও হয়েছে বেশ।’

এ মাসের শুরুর দিকে বিয়ের এক বছরপূর্তি পালন করেছে ভিকি-ক্যাটরিনা দম্পতি। ইনস্টাগ্রামে অনেক ছবিও শেয়ার করেছেন তারা।

Back to top button
error: Alert: Content is protected !!