কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় পাখি শিকার করায় যুবকের ১ মাসের কারাদণ্ড

টাইমস ডেস্কঃ কুলাউড়ায় পাখি শিকার করে জবাই করার অপরাধে দিলোয়ার মিয়া নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্ত দিলোয়ার ওই এলাকার রকিব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে পাখি শিকারের সরঞ্জামাদি জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সময় কুলাউড়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কর্মধায় অভিযান চালিয়ে শিকারি দিলোয়ার মিয়ার কাছ থেকে শিকার করা ৪টি পাকড়া শালিক ও ১৪টি আমারি পাখি জব্দ করে অবমুক্ত করা হয়।

এ সময় দিলোয়ারকে পাখি শিকার করে জবাই করার অপরাধে বন্যপ্রাণী আইনে ১ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন ফরেস্টার অর্জুন কান্তি দস্তিদার ও কুলাউড়া থানাপুলিশের একটি দল।

Back to top button