খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বেনজেমা

অনেকটা অভিমানেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। চোট কাটিয়ে প্রস্তুত থাকলেও কাতার বিশ্বকাপে খেলা হয়নি তার। এই অভিমান থেকেই হয়তো বিদায় বললেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।

বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন করিম বেনজেমা। তবে এরপরই চোটে পড়েন তিনি। ফলে কাতারে যাওয়া হয়নি তার। তবে কোচ দিদিয়ের দেশম বেনজেমার বদলি হিসেবে কাউকে নেয়নি স্কোয়াড। ফলে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল তার। আশা ছিল ফাইনালে খেলবেন তিনি। কিন্তু তা হয়নি।

আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। এর ২৪ ঘণ্টা না পেরোতেই ফ্রান্সকে বিদায় জানালেন বেনজেমা। ৩৫ বছর বয়সী বেনজেমা অবসরের ঘোষণা দিয়ে টুইটারে লিখেছেন, ‘আমি আমার গল্প লিখেছি এবং আমাদের এখানে শেষ হচ্ছে।’

প্রসঙ্গত, ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন বেনজেমা।

Back to top button