কুলাউড়া

কুলাউড়ায় চোরাই ছাগল উদ্ধার, আটক ৩

কুলাউড়ায় দুটি চোরাই ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ ৩ (তিন) জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া থানাধীন লংলা খাস ভেলিক্লাব রাবার বাগান থেকে ২টি ছাগল চুরি করে সিএনজি যোগে নিয়ে যাওয়ার পথে দক্ষিণ হিঙ্গাজিয়া চৌমুহনীতে পৌঁছালে কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান স্থানীয় জনসাধারণের সহায়তায় ১। পারভেজ আহমদ পাবেল (২৩), পিতা-আব্দুল জলিল, ২। মোঃ হান্নান (২৫) এবং ৩। তাজুল মিয়া (২৪) নামে তিনজনকে আটক করে।

সিএনজিতে ছাগল দুটির মালিকানা সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে না পারলে পুলিশ ২ টি ছাগল আর সিএনজিসহ নিজেদের জিম্মায় নেয়। পরে ছাগলের মালিকানা যাচাই করে জানা যায় চোরাই ছাগল দুটির মালিক ৯নং টিলাগাঁও ইউপিস্থ লংলা খাস গ্রামের খুরশেদ আলীর স্ত্রী লাভলী আক্তার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) লাভলী আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button