রাজনীতি

বিএনপির গনমিছিলের নতুন তারিখ জানালো দলটি

পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণ মিছিলের যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি, সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে। তবে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না হলেও দেশব্যাপী বিএনপির পক্ষ হতে এই কর্মসূচি পালন হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গণমিছিলের তারিখ পরিবর্তনের ব্যাখ্যায় নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির সংঘাত চায় না। শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটে সমাধান চায়। একই সঙ্গে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দলীয় কাউন্সিলের কারণে গণমিছিল কর্মসূচি পরিবর্তনের প্রত্যাশা করেছেন এবং আহ্বান জানিয়েছেন। সেহেতু আমরাও রাজনৈতিক দল হিসেবে তেমন আচরণ করতে চাই।’

তিনি বলেন, ‘১০ দফা দাবি আদায় ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচি যে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই দিন এই কর্মসূচি ঢাকায় করবো না। তবে সারাদেশের মহানগর ও জেলায় ওই দিনই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় এই কর্মসূচি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

৩০ ডিসেম্বর কর্মসূচির নতুন তারিখ ঠিক করার নিয়েও একটা ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

এই লড়াইয়ে অনেক রাজনৈতিক দল যুক্ত হবেন তাদের মধ্যে অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছেন, এজন্য সে সকল দলকে ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Back to top button