সারাদেশ

মসজিদের ছাদে পতাকা টানাতে গিয়ে মারা গেল ছেলে, আহত বাবা

গতকাল সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মসজিদের ছাদে জাতীয় পতাকা টানাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ছেলের মৃত্যু হয়েছে এবং বাবা আহত হয়েছেন। গতকাল শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে ওই উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃতের নাম সাফি (৩৫)। আহত ব্যক্তি তার বাবা মাহফুজার রহমান ওরফে মোফাজ্জল (৬৫)। তিনি দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। ওই মসজিদের পাশেই তাদের বাড়ি। এ তথ্য নিশ্চিত করেন সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন।

এ বিষয়ে তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে পতাকা টানাতে যান মোফাজ্জল। এক পর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। ওই সময় বাবাকে বাঁচাতে যান সাফি।

তখন সাফিও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোফাজ্জল। এরপর চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় নেওয়া হয়েছে। মোফাজ্জল পেশায় কৃষক এবং সাফি ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

Back to top button