খেলাধুলা

টাইব্রেকারে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় অপ্রতিরোধ্য নেদারল্যান্ডস ও লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার (০৭ ডিসেম্বর) রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াই শুরু হয়।

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। আর হেরে গেলে বিদায় কনফার্ম। এমন কঠিন সমীকরণের ম্যাচে সর্বোচ্চ উজার করে দিলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির সহায়তায় গোল দেন মোলিনা। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন লিওনেল মেসি। নেদারল্যান্ডের বিপক্ষে ঠান্ডা মাথার পেনাল্টি থেকে গোল করে দলের সেমিফাইনালের পথ সুগম করে দেন মেসি।

কিন্তু ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডস ২ গোল শোধ করে দেওয়ায় খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। জোড়া গোল করে নেদারল্যান্ডকে সমতায় ফেরায় উট উইঘোর্স্ট। অতিরিক্ত সময়ের খেলায় কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়। সেখানেই জিতে শেষ আটে নিজেদের নাম লেখালো আর্জেন্টিনা।
বিস্তারিত আসছে…

Back to top button