আন্তর্জাতিককরোনা

মুখে খাওয়ার করোনার টিকা চালু হলো চীনে

নিউজ ডেস্ক- করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো মুখে খাওয়ার টিকা চালু হয়েছে চীনে। বাণিজ্য নগরী শাংহাইতে এ কর্মসূচি চালু হয় বুধবার (২৬ অক্টোবর)।

চীনের সরকারি সংবাদ মাধ্যমে মুখে খাওয়ার টিকা নেওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। নাগরিকদের ভয় না পেয়ে এ কর্মসূচিতে যোগ দিতে বলেছে প্রশাসন।

এপি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জানিয়েছে, মুখে খাওয়ার টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। যারা দুটি ডোজ করোনার টিকা নিয়েছেন, বুস্টার হিসেবে সেসব নাগরিকরা মুখে খাওয়ার টিকা পাবেন।

চীন সরকার জানিয়েছে, প্রথমে বুস্টার হিসেবে দেওয়া হচ্ছে এ টিকা। পরবর্তীতে প্রাথমিক পর্যায়ে এ পদ্ধতি ব্যবহার করা হতে পারে।

এ পদ্ধতিতে একজন ব্যক্তি সর্বোচ্চ ২০ সেকেন্ড সময়ে টিকাটি নিতে পারেন। যারা মুখে খাওয়ার টিকা নিয়েছেন, তারা বলেছেন এর স্বাদ মিষ্টি। বেইজিং দাবি করেছে, উন্নয়নশীল দেশগুলোয় দ্রুত টিকা দেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকরী হবে।

সূত্র: এপি

Back to top button