জুড়ীমৌলভীবাজার

জুড়ীর নিখোঁজ মাদ্রাসা ছাত্র কুমিল্লা থেকে উদ্ধার

জুড়ী প্রতিনিধিঃ জুড়ীর নিখোঁজ মাদ্রাসা ছাত্র সালা উদ্দিন মাহি(১৪) কে কুমিল্লার দীঘির পাড় নামক এলাকায় পাওয়া গেছে।

ইতিমধ্যে তাকে বাড়ীতে আনতে তার বড় ভাই আব্দুল মুহিত সেখানে পৌছেছে।

মুহিতের সাথে মুঠোফোনে আলাপকালে জানা যায়, গতকাল রাতে মাহি তাকে ফোন দিয়ে কুমিল্লায় অবস্হানের কথা জানায় এবং সেখানে সাগরনাল ফুলতলার কিছু রাজমিস্ত্রী ঠিকাদারের আওতায় রাজমিস্ত্রী কাজ করছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামের আব্দুল মন্নান এর পুত্র বড়ডহর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সালা উদ্দিন মাহি গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো।

গত ৪ ঠা সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪ টা হইতে মাহি কে খুজে পাওয়া যাচ্ছিল না। ঐদিন সে প্রতিদিনের মতো বড়ডহর হাফিজিয়া মাদ্রাসায় ক্লাস শেষ করে বাড়ীতে আসার পথিমধ্যে থেকে নিখোঁজ হয়ে যায়।
তাহার নিখোঁজের বিষয়ে গত মঙ্গলবার(৬ ই সেপ্টেম্বর) তার মা মিনারা বেগম জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি নং ২৭০ তারিখ- ৬/৯/২০২২ ইং

জুড়ী থানার এস আই আনোয়ার হোসেন মাহিকে পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,সে হিফজ শাখায় লেখাপড়ার চাপ সহ্য করতে না পেরে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে এলাকার কিছু বন্ধু রাজমিস্ত্রীদের সাথে কুমিল্লায় কাজে চলে যায়।

Back to top button