কানাইঘাটজৈন্তাসিলেট

জৈন্তার কাতার প্রবাসী বর কানাইঘাট থেকে কনে আনলেন হেলিকপ্টারে

টাইমস ডেস্কঃ বিয়েকে স্মরণীয় করে রাখতে কনেকে নিয়ে আসতে হেলিকপ্টারে চড়ে বিয়ে বাড়িতে গেলেন বর। অন্য বরযাত্রীরা সড়ক পথে কনের বাড়িতে পৌঁছান। বিকেলে একই মাঠে কনেকে নিয়ে অবতরণ করেন বর। জৈন্তাপুর উপজেলায় এই প্রথম কোন ব্যাক্তির বিয়ের আয়োজনে হেলিকপ্টারে বর যাত্রা। আর, সেই দৃশ্য দেখতে ভিড় করলেন শত-শত মানুষ।উৎসুক লোকজনের ভিড় সামলাতে ও নিরাপত্তার দায়িত্ব পালনে ছিল পুলিশও।

জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুরের (হরিপুর) শিকার খাঁ গ্রামের বরের বাড়ির পাশ্ববর্তী একটি মাঠ থেকে বর হেলিকপ্টার চড়ে কনে আনতে যাত্রা শুরু করেন। কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা গ্রামের কনের বাড়ির পাশ্ববর্তী একটি মাঠে আকাশযান অবতরণ করলে বরকে বরণ করেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কনের পরিবারের সদস্যসহ বিয়েতে উপস্থিত অতিথি বৃন্দ। আর এই দৃশ্য দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিলো চোখে পড়ার মতো।

পারিবারিক সুত্রে জানা যায় জৈন্তাপুর উপজেলা ফতেহপুর ইউনিয়নে শিকার খাঁ গ্রমের মৃত আব্দুন নুরের ছেলে কাতার প্রবাসী আজমল আলীর সাথে কানাইঘাট সদর ইউনিয়ননের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী সামছুল ইসলামের একমাত্র মেয়ে কুলছুমা বেগম আঁখি’র বিয়ে পারিবারিক ভাবেই ঠিক হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরের পক্ষ। তাই নিরাপত্তার জন্য মাঠে পুলিশ যায়।

Back to top button