সিলেট

দক্ষিণ সুরমায় মৃত ভাইকে দেখতে এসে বোনের মৃত্যু

টাইমস ডেস্কঃ দক্ষিণ সুরমায় মৃত ভাইকে দেখতে এসে এক মৃত্যুবরণ বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিলাম ইউনিয়নের ভাঙ্গী গ্রামে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ভাঙ্গী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২৯ আগষ্ট) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ২টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযা তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ মিয়াকে দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে ভাইয়ের বিছানাতেই মৃত্যুবরণ করেন মেজো বোন মোছাঃ ছমরুন নেছা (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ মিয়ার ছেলে এম. জাবেদ আহমদ।

তিনি জানান, তার বাবার দাফন কাজ শেষে বাবার বিছানায় হঠাৎ শরীর খারাপ করে তার মেজো ফুফু ইন্তেকাল করেন। তিনি তার বাবা ও ফুফুর রূহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ মিয়া ও তাঁর বোন মোছাঃ ছমরুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।

পাশাপাশি তারা শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Back to top button