মৌলভীবাজার

মৌলভীবাজারে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারে ডিজেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে জেলার শমশের নগর রোডে অবস্থিত মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকারের মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন। তাকে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশ।

সহকারী পরিচালক আল-আমিন জানান, সদর উপজেলার মাতারকাপন, শমসের নগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। ওই এলাকার ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগ ছিল।

আরও পড়ুন: কুমিল্লায় তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

অভিযানে মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ডিজেল মাপা হয়। এ সময় দেখা যায় পাঁচ লিটারের ডিজেলে ১৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Back to top button