বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার-সিলেট রাস্তা বিচ্ছিন্ন, চলাচলের ভরসা ট্রাক্টর-ট্রাক, দূর্ভোগে মানুষ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে যাওয়ায় সিলেটের সাথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকায় অফিস-আদালতে যাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। বাস-সিএনজি চালিত অটোরিক্সা বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে বিকল্প পন্থায় ট্রাক ও ট্রাক্টরের সাহায্যে এখন চলাচল করছেন মানুষ।

শনিবার সকালে বিয়ানীবাজার-সিলেট বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় সিলেটগামী যাত্রীদের ভিড়, তবে কোনো বাহন না থাকায় বাধ্য হয়ে ট্রাকে করে যাচ্ছেন সিলেট। তবে গ্রামীন আঞ্চলিক যে সড়কগুলোতে সিএনজি চলছে সেগুলোতে ইচ্ছেমতো ভাড়া হাকাচ্ছেন চালকরা। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিয়ানীবাজার পৌরশহর অনেকটা ফাকা। ব্যস্ত বিভিন্ন বিপনীবিতানগুলোতে নেই কোনো ক্রেতা।

সিলেটগামী এক যাত্রী অফিসিয়াল কাজে যেতে চাচ্ছেন সিলেট শহরে। তিনি বলেন, প্রায় এক ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছেন বাসের আশায়, বাস না পেলে ট্রাকে হলেও যেতে হবে সিলেট।

একই কথা বললেন প্রায় বেশীরভাগ যাত্রী।

Back to top button