অপরাধ চিত্র
এবার কাজিটুলার দুটি বাসায় মিললো বিপুল পরিমাণ সয়াবিন তেল
দেশজুড়ে চলছে সয়াবিন তেলের বাজারে হাহাকার। দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ভোক্তাদের পকেট কাটার দ্বান্ধা করছেন অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর।
কালিঘাট পাইকারী বাজারের পর এবার নগরীর কাজিটুলার দু’টি বাসায় অভিযানে জব্ধ করা হয়েছে বিপুল পরিমাণ সয়াবিন তেল। বুধবার (১১ মে) বেলা ২টার দিকে নগরীর কাজিটুলার হিলভিউ কনভেনশন হলের ঠিক পাশের ‘রাবেয়া খাতুন মা মনি’ নামক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এ রিপোর্ট লেখা (বেলা আড়াইটা) পর্যন্ত অভিযান চালাচ্ছে সরকারি এ দুই সংস্থা। মজুদকৃত সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরো ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে র্যাব ও ভোক্তা অধিকার।