বিয়ানীবাজার সংবাদ

কোলে চড়ে ভোট দিতে এলেন মনোরমা

ফেনীতে কোলে চড়ে ভোট দিতে এসেছেন মনোরমা দাস নামের এক নারী ভোটার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনী সদর উপজেলার কালীহদ ইউনিয়নে তুলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য সবার নজর কাড়ে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ফেনী সদর উপজেলার ৬ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, তিন ওয়ার্ডে মেম্বার ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, ১২ ইউনিয়নে ১০৫টি সাধারণ ওয়ার্ডে ৪৫৬ জন মেম্বার প্রার্থী ও ৩১টি সংরক্ষিত ওয়ার্ডে ১০১ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১২টি ইউনিয়নের ১০২টি কেন্দ্রের নির্ধারিত ৬৩২টি বুথে মোট ভোটার আছেন ২ লাখ ৫৩ হাজার ১৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২১ হাজার ২৭৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮৫০ জন পুলিশ ও ২ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪০ সদস্যের বিজিবির দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

Back to top button