বিয়ানীবাজারের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন শিক্ষক আব্দুর রহিম আর নেই
বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং জামেয়া ইসলামিয়া বিয়ানীবাজার সাবেক শিক্ষক, বিয়ানীবাজার প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি এবং দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাবের পিতা মাষ্টার আব্দুর রহিম আর নেই (ইন্নালিল্লাহি … … … রাজিউন)। রবিবার দুপুর ২.৩০ টায় সকলের শ্রদ্ধাভাজন এই শিক্ষক বার্ধক্যজনিতে কারণে বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। রবিবার দুপুর ২.৩০ টায় সকলের শ্রদ্ধাভাজন এই শিক্ষক বার্ধক্যজনিতে কারণে বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। আগামীকাল সকাল ১১টায় বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পুত্র কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকলের প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।