মৌলভীবাজারবড়লেখা

করোনা উপসর্গ নিয়ে সিলেটে বড়লেখার বৃদ্ধের মৃত্যু

টাইমসঃ করোনা উপসর্গ ও প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরন করেছেন বড়লেখার খায়রুল ইসলাম আব্দুল্লাহ নামের একজন বৃদ্ধ। তিনি গতকাল শুক্রবার ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যুবরন করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামে।

মৃত্যুবরন কারি বৃদ্ধ খায়রুল ইসলাম আব্দুল্লাহ বিয়ানীবাজার টাইমস ও টাইমস মিডিয়ার রিপোর্টার জুবায়ের আহমদের নানা। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন বলে নিশ্চিত করেছেন তিনি। তিনি জানান, নানা দীর্ঘদিন থেকে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন, তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে নিয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে তারা ভর্তি হয়েছিলেন। তিনি মৃত্যুর সময় করোনার বিভিন্ন উপসর্গ তার মধ্যে বিদ্যমান ছিলো।

গতকাল শুক্রবার রাতেই স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, টাইমস মিডিয়ায় কর্মরত জুবায়ের আহমদের নানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাইমস মিডিয়া পরিবার। এক শোকবার্তায় তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Back to top button