বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

জুনিয়র প্রতিবেদকঃ রোদের প্রচন্ড তাপে সারাদিন সাধারণ মানুষ করেছিল হাসফাস। তীব্র গরমে সাধারণ মানুষের জনজীবন হয়েছিল অনেকটা টালমাটাল। সারাদিনের প্রচন্ড দাবদাহের পর অবশেষে আসলো স্বস্তির বৃষ্টি। বিয়ানীবাজারে সন্ধ্যার পর ঝরলো আকাশের শ্রাবণ। মানুষ নিচ্ছে বুক ভরে নিঃশ্বাস।

সারাদিনে কাকফাটা রোদে হাড়-ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যার শুরুতেই বৃষ্টির ছোয়ায় কর্মজীবী, খেটে খাওয়া মানুষের মধ্যে যেন সতেজতা ফিরে এসেছে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকেই ছিল সূর্যের তীব্র প্রখরতা। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছিল গরমের প্রখরতা। অবশেষে দিনের শেষে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যায় আসলো সস্তির বৃষ্টি। মুহুর্তেই ঠান্ডা হয়ে গেল পুরো বিয়ানীবাজার।

যদিও আবহাওয়া অফিস আগে জানিয়েছিল দিনের বেলা গরমের দাবদাহ থাকলে রাতে বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ সিলেটে ৩১° তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

Back to top button