বিয়ানীবাজার সংবাদ

মানবিক সংগঠন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের ১৫ লাখ টাকা বিতরণ

নিউজ ডেস্ক- গত কয়েকমাসে ব্যাপক কল্যানমূলক কাজের মাধ্যমে আলোড়ন তোলেছে ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে। যুক্তরাজ্যে এ প্রতিষ্টান গঠন করা হলেও তারা মূলত: দেশের কল্যাণে কাজ করছে। গত রমজানে সংগঠনের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১৫ লক্ষধিক টাকা বিতরণ করা হয়। ইউনিয়ন প্রতি পঞ্চাশের অধিক লোককে নগদ ২ হাজার টাকা করে সহায়তা, ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপনসহ নানা জনমুখী কাজে এই টাকা ব্যয় হয়। সংগঠনের প্রতিষ্টাতা রুহুল এ রহমান এসব কর্মযজ্ঞ বাস্তবায়নে সার্বিক তদারকি করেন।

সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা নজমুল হোসেন পুতুল, জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদুল ইসলাম আউয়াল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বিএনপি নেতা সরওয়ার হোসেন, আলমগীর হোসেন রুনু, মিছবাহ উদ্দিন ফারুক, শিক্ষক রুহুল আমীন উপস্থিত থেকে অর্থ বিতরণ কর্মসূচিকে সফল করতে সহযোগীতা করেন।

ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে’র উদ্যোগে সাড়া দিয়ে তহবিল সংগ্রহে যুক্তরাজ্য প্রবাসী আলীনগর ইউপি’র গৌছুল বারী চৌধুরী, লায়েক চৌধুরী, সরওয়ার খান, খয়ের চৌধুরী, শামছুল চৌধুরী, রাসেল চৌধুরী, অঅব্দুল আজিম, চারখাইয়ের আলী হোসেন, সুলতান তাপাদার, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, দুবাগের সুলতান মাহমুদ, জামাল খান, খালেদ আহমদ জয়, আরাফাত রহমান বিজয়, শাহজাহান মাহমুদ, শেওলার তাজুল ইসলাম তাজ, নজমুল ইসলাম, রফিকুল ইসলাম, খায়রুল খান, আমিরুল ইসলাম, আবু চৌধুরী, মাসুদ আহমদ, সাজিদা ইসলাম, সাহিদা বেগম, কুড়ারবাজারের শফিুকুল হক, পারভেজ ইসলাম, সোয়াইবুল ইসলাম, আলী আব্দুর রউফ জুয়েল, আবুল কালাম আজাদ, তজম্মুল হক, মাসুম আহমদ, মামুন উদ্দিন, পৌরসভার আব্দুল কাদির, বাবুল হোসাইন বাবুল, জাবির আহমদ, রিমন আহমদ, অজি উদ্দিন, মাথিউরার নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, সাহাব উদ্দিন, মুহিবুর রহমান, সেলিম উদ্দিন, খলিলুর রহমান মাসুক, নুরুল আমিন, জয়নাল খান, আফাজ উদ্দিন, অাসুক আহমদ, নজরুল এইচ মুজিব, ফয়েজ লোদী, আতিকুর রহমান, আবুল বকসী, জয়নুল ইসলাম, মাহদী রাজিব, নুরুল আলম, সাইদুল খান, মোছলেখ উদ্দিন, বদরুল হোসাইন, জাকির খান, আজিজুর রহমান, বিলাল আহমদ, জালাল উদ্দিন, কামাল হোসাইন, সুরমান খান, আলী আহমদ, হেলাল আহমদ, আসু জামান, আব্দুর রহিম, শিবলী জহির, মাজহারুল ইসলাম, রনি ইসলাম, ইমরানুল হক, আবুল কাহের, আবু তাহির, আবু সুফিয়ান, ইবাদুর রহমান, মো. শাহজাহান, নজমুল খান, রুহুল এ রহমান, তিলপাড়ার আব্দুল হাদি, মোল্লাপুরের শাহজাহান মিয়া, মুড়িয়ার হিফজুর খান, বাবুল খান, আফজাল হোসেন, লাউতার ফরহাদুল আজহার টিপু, জিয়াদুর রহমান, আনোয়ার হোসেন ও শিপন আহমদসহ আরো অনেকে সহযোগীতার হাত প্রসারিত করেছেন।

প্রতিষ্টাতা রুহুল এ রহমান পবিত্র রমজান মাসে দেশের মানুষের কল্যাণে সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে’র কাজ হল সবাইকে ঐক্যবদ্ধ করে দেশে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের প্রকৃত কল্যাণ সাধণ করা। বিগত ৬ বছর থেকে ধারাবাহিকভাবে এই সংগঠন জনকল্যাণে কাজ করছে।

ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে’র সিনিয়র সদস্য তাজুল ইসলাম তাজ ও নজমুল ইসলাম এবারের তহবিল সংগ্রহ কার্যক্রমে অনুদান প্রদান ও সমন্বয় সাধন করায় সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়।

Back to top button