মৌলভীবাজারজুড়ী

জুড়ীতে ফার্মেসিতে জরিমান

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে কয়েকটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা শহরের ডাকঘর সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ে ঔষধ আইন পরিপালন নিশ্চিত করার লক্ষ্যে শহরের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান করে দুটি ফার্মেসিতে অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ঔষধ আইন ১৯৪০-এর ২৭ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে নবীব আলী ম্যানশনের মা জেরিন ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং নাহার ফার্মেসিকে ৫ হাজার টাকা মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে মৌলভীবাজারের ড্রাগ সুপার ও জুড়ী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির বিরুদ্ধে যে কোনো সময় অভিযান হতে পারে।

Back to top button