বড়লেখা

বড়লেখায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন

বড়লেখা প্রতিনিধি: দেশব্যাপী হঠাৎ করে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে বড়লেখায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে মাস্কের ব্যবহার এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে বড়লেখা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এ সময় মাস্ক না পরায় ২৬ জনকে ১০ হাজার একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংলিষ্ট সুত্রে জানা যায়, দেশে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার কঠোর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বড়লেখা পৌরশহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাস্ক না পরায় ২৬ জনকে ১০ হাজার একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে বড়লেখা থানার সেকেন্ড অফিসার প্রভাকর রায়ের নেত্বৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Back to top button