বিয়ানীবাজার সংবাদ
করোনায় বিয়ানীবাজারে কলেজ শিক্ষককের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক (৫০) মৃত্যু বরন করেছেন।
গতকাল মঙ্গলবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অসংখ্য শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে না ফেরা দেশে চলে যান এনামুল হক। তিনি দীর্ঘদিন বিয়ানীবাজার সরকারি কলেজে কর্মরত ছিলেন।
এদিকে, শিক্ষক এনামুল হকের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলার সামাজিক রাজনৈতিক জনপ্রতিনিধি সহ সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।