বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট,দূর্ভোগে কয়েক হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক : ৫ দফা দাবিতে পুরো সিলেট ব্যাপি ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আজ সোমবার (২১ ডিসেম্বর সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়, অন্যান্য উপজেলার সাথে বিয়ানীবাজারেও ধর্মঘট পালন করছে সিএনজি চালিত অটোরিকশা চালক সহ শ্রমিক নেতারা।

তবে এমন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ,দিনমজুর থেকে শুরু করে সরকারি চাকরিজীবিরা। সরেজমিনে গিয়ে দেখা যায় যারা প্রতিদিন সিএনজি যাতায়াত করেন দুবাগ চারখাই সহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দারা সকাল থেকে এমন ধর্মঘটে দৈনন্দিন কাজে যোগদানে ব্যাঘাত ঘটছে তাদের।

এ বিষয়ে দুদু মিয়া নামের এক বৃদ্ধ বলেন, বড়লেখা থেকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন তবে ধর্মঘটের বিষয়ে জানেন না, যার ফলে আবার ও ফিরে যেতে হচ্ছে।

এদিকে বিয়ানীবাজার – সিলেট আঞ্চলিক মহাসড়কের রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায় কয়েকজন নারীকে। তবে ধর্মঘটের বিষয়ে না জানায় ভোগান্তিতে পড়েছেন তারা যার ফলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করে আবার বাড়ি ফিরে যাচ্ছেন।

Back to top button