বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ধর্মঘটে ব্যাটারিচালিত অটোরিক্সা চলতে বাধা!

বিয়ানীবাজার টাইমসঃ পুরো সিলেটজুড়ে চলছে সিএনজিচালিত অটোরিক্সার ৪৮ ঘন্টার ধর্মঘট। ধর্মঘট সফল করতে বিয়ানীবাজার উপজেলার পয়েন্টে পয়েন্টে সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিকরা অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে ব্যাটারিচালিত রিক্সা চলতে বাধা দেয়ার অভিযোগ পুরো উপজেলাজুড়ে।

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলার থানাবাজারে এর সত্যতা পাওয়া যায়। সেখানে ব্যাটারিচালিত অটোরিক্সার চালকদের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে অটোরিক্সা বন্ধ করার অভিযোগ করেছেন ব্যাটারিচালিত অটোরিক্সা চালক।

তবে অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজী হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন চালক বলেন উপরের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিক্সাও চলবে না।

ব্যাটারিচালিত অটোরিক্সা সংঘটনের বিয়ানীবাজারের সাধারন সম্পাদক সুমন আহমদ জানান, অফিসিয়ালি এই ধর্মঘটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই তবে ব্যাটারিচালিত অটোরিক্সা চলতে বাধা দেয়ার অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

 

Back to top button