বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ না থাকায় নাকাল মানুষ

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে আজ যেন নেতিয়ে পড়েছে বিয়ানীবাজার। বিয়ানীবাজারের সর্বত্রই আজ শনিবার (১৬ অক্টোবর) প্রচন্ড তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। টানা প্রখর রোদে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গরম বাতাস শরীরে লাগছে আগুনের ঝাপ্টার মতো।
ঘরে-বাইরে কোথাও কোনো স্বস্তি নেই। বিশেষ করে গরমে সবচেয়ে বেশি কাতর হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা।
তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রিতে থাকলেও রোদের তীব্রতা থাকায় আবহাওয়ায় গরমের তীব্রতা প্রচন্ড। এদিকে পূর্ব ঘোষনা অনুযায়ী বিয়ানীবাজারে দিনভর বিদ্যুৎ না থাকায় আরও বিপাকে পড়েছে উপজেলাবাসী। তীব্র গরমে যেনো প্রাণ যায় যায় অবস্থা। তবে বিকাল ৫ ঘটিকায় বিদ্যুৎ আসলে হয়তো কিছুটা স্বস্তি পাবেন বিয়ানীবাজারের মানুষ।