বড়লেখা

ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। অপরাধীদের শাস্তি হবেই। কেউ রেহাই পাবে না। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না। পক্ষ নিবেন না। সামাজিকভাবে বর্জনের পাশাপাশি পারিবারিকভাবেও বর্জন করতে হবে। কোনো বিবেকবান মা-বাবা, স্বজন এদের আশ্রয় দিতে পারেন না। জঘন্যতম এই অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার একমাত্র পথই হচ্ছে এদের বর্জন করা।

তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা আশ্রয়কেন্দ্রের কাজ বাস্তবায়ন করছে। ১২ হাজার ৭শত ৮৮ বর্গফুটের এই আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের ব্যয় হবে ৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকা।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শামীম আল ইমরান। উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, প্রফেসার (অব:) বিধান চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

সম্প্রতি বড়লেখায় তরুণী ধর্ষণ ঘটনার প্রসঙ্গ টেনে পরিবেশমন্ত্রী আরো বলেন, ‘জঘন্যতম এ ঘটনায় জড়িত দু’জনকে পুলিশ কারাগারে পাঠিয়েছে। এদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। এমসি কলেজ হোষ্টেলে ধর্ষণের ঘটনায় সিলেটবাসীর মুখে কালিমা লেগেছে। মানুষ প্রতিবাদ করছে। ঢাকা থেকে পায়ে হেটে কয়েকজন যুবক সিলেট এসেছেন প্রতিবাদ জানাতে।

এদিকে একই স্থানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২৯টি সার্বজনীন পূজা ম-পের নেতৃবৃন্দের কাছে মন্ত্রী ম-প প্রতি ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ করেন। এছাড়া উপজেলার অসহায় ও কর্মহীন ২শ’ পরিবারের মাঝে শুকনা খাবার (প্যাকেট) প্রদান করেন।

Back to top button