বিয়ানীবাজার সংবাদ

কেমন আছে করোনায় জিম্মি বিয়ানীবাজারবাসী?

মহসিন রনিঃ শহরে আগের মত ব্যাস্ততা নেই। চেনা মোড় গুলো বড্ড অচেনা, মার্কেট গুলোতে নীরন নিস্তব্ধ। সন্ধ্যার পর প্রাণী বাদে লোকজনের দেখা মেলেনা আগের মত অঘোষিত লকডাউন বলা যেতে পারে। তার মধ্যে আজ থেকে যুক্ত হয়েছে বিকেল ৫ টার পর থেকে ফার্মেসী ব্যাতিত সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বন্ধের নির্দেশ।

২৬ মার্চ থেকে কর্মহীন হয়ে পড়েছে দরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত। সেই তালিকা থেকে বাদ নয় ব্যাবসায়ীরা দোকান বন্ধ মাস শেষে কোনো রকম ব্যাবসা ছাড়াই গুনতে হবে দোকান ভাড়া ও বিদুৎ বিল। চিন্তায় কপালে কালো ভাজ জমে গেছে স্থানীয় ব্যাবসায়ীদের।

সময়ের সাথে কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে জীবনযাপন করা। স্বাধীনতার পর থেকে কখনো দেশকে এতটা অসহায় দেখেনি কেউ। মরণব্যাধি এই করোনা ভাইরাস থেকে বাঁচে সবাই এখন ঘরের চার দেয়ালে বন্ধি যেটাকে বলে হোম কোয়ারান্টাইন।

সেচ্ছায় এ বন্ধি জীবন থেকে কবে মুক্তি মিলবে কেউ জানে না। তবে দেশ ও দশের মঙ্গলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল কিংবা একটু সচেতনতায় পারে হাজারো প্রাণ রক্ষা করতে।

Back to top button