সিলেট

বিয়ানীবাজারসহ সিলেটের তিন উপজেলার মানুষের ঈদ আনন্দে ‘বন্যার বাগড়া’

মহসিন রনিঃ কথা ছিলো এবারের ঈদের পরিবার নিয়ে অন্য ঈদের মতো আনন্দ ভাগাভাগি করার। কিন্তু হঠাৎ করেই বন্যার হানা সেই আনন্দ এখন মাঠিতে মিশে গেছে সিলেট জেলার তিনটি উপজেলার কয়েক হাজার মানুষের।

বুধবার(৪ জুন) পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার,কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ বন্যার পানিতে জীবনযাপন করছেন।

তবে বিগত দুই দিনের টানা বৃষ্টিতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজার সহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেলেও কয়েকদিন থেকে বৃষ্টিপাত কম হওয়ার ফলে সেই পানি কমতে শুরু করেছে।

সরেজমিনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনয়নের বৈরাগীবাজারের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় এখনো পানি কমেনি। কুশিয়ারা নদীর তীরে স্থানীয় বাজারের বেশ কয়েকটি দোকান পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বৃষ্টিতে প্রতিদিনই নতুন আতঙ্কে দিন যাপন করছেন কুশিয়ারা পাড়ের এসব মানুষ।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন,উপজেলার দশটি ইউনিয়নে ২২ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

এছাড়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের বলা হয়েছে যাদের যত পরিমান ত্রাণ প্রয়োজন তা দেয়া হবে। এ ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

বন্যা পানি বন্ধি জকিগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ। উপজেলার বাসিন্দা আজাদুর রহমান নতুন সিলেটকে বলেন, গত কয়েকদিন থেকে একাধিক জায়গায় ঢাইক ভেঙ্গে জকিগঞ্জ উপজেলার বেশ কিছু গ্রামে পানি প্রবেশ করেছে ।

এছাড়াও বাজারে পানি ছিলো তবে বাজারের পানি এখন নেই। গ্রামের মানুষজন খুব কষথে আছেন তাদের সরকারি সহয়তা প্রয়োজন।

এদিকে সিলেটের এই তিন উপজেলা সহ আতঙ্কে রয়েছেন সিলেট নগরের বাসিন্দাররা যেখানে সুরমা নদীর পানির স্রোত এখনো আগের মত রয়েছে। এছাড়াও পানি বিপৎসীমার নিচে নামেনি এখনো। যার ফলে আবারো বৃষ্টি হলে শহরেও জলবদ্বতা ও বন্যা হওয়ার শঙ্কা রয়েছে।

সিলেট সিটি কর্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রোজাই রাফিন সরকার বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সব সময় সচেতন আছি। বৃষ্টি হলে পানি যদি ওভার ফ্লো না করে তাহলে শহরে বন্যা হওয়ার ভয় নেই। এ ছাড়াও নগরের ড্রেনেজ ব্যবস্থার দিকে সব সময় নজর রাখা হচ্ছে।

Back to top button