৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে বিয়ানীবাজার থেকে অথচ ৮০ ভাগ এলাকায় নেই গ্যাস সংযোগ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে প্রতিদিন যুক্ত হচ্ছে প্রায় আট মিলিয়ন ঘনফুট গ্যাস। এরপরও উপজেলার অন্তত: ৮০ ভাগ এলাকায় গ্যাসের সংযোগ নেই। ঠিক কবে নাগাদ এ অঞ্চলের পুরো এলাকায় গ্যাস সরবরাহ শুরু হবে, তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। আস্তে আস্তে গ্যাস ইস্যুতে ক্ষুদ্ধ হয়ে উঠছেন সাধারন মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, জোগান না থাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা নিয়ে এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে মানুষের দাবী এই এলাকা থেকে গ্যাস উত্তোলন করে নেয়া হচ্ছে অথচ এখানের বেশীরভাগ মানুষ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। ক্ষোভের বিস্ফোরন ঘটতে পারে যেকোনো সময়।
এসজিএফএল সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের দুটি কূপ আছে। এর মধ্যে ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে কূপটি বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার গ্যাস উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষের দিকে আবার বন্ধ হয়ে যায়।
২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন (বাপেক্স) ওই কূপে অনুসন্ধানকাজ চালিয়ে গ্যাসের মজুত পায়।
জানা যায়, ২০১২ সালে বিয়ানীবাজার উপজেলাজুড়ে গ্যাস সরবরাহের দাবীতে স্থানীয় জনগণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। গ্যাসের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশও করেন। এছাড়া বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী গ্যাসের দাবী জানিয়েছেন যদি প্রথমে মুখ খুলেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা নিজ এলাকায় গ্যাস না দিয়ে জাতীয় গ্রিডের দেয়ার বিরুদ্ধে আন্দোলনেরও কথা বলেছিলেন।
সুজন উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন বলেন, গ্যাস সরবরাহ নিয়ে বিয়ানীবাজারের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। গ্যাসের অভাবে এখানে শিল্পের সম্ভাবনাগুলো মুখ থুবড়ে পড়ছে।
জানা যায়, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপটি চার দশক আগের। ১৯৮১ সালে এ গ্যাস ফিল্ডে কূপ খনন শুরু হয়। এরপর গ্যাস ফিল্ডটি থেকে গ্যাস তোলা শুরু হয় ১৯৯১ সালে। গ্যাস উত্তোলনের চারদশক পেরিয়ে গেলেও উপজেলার সর্বত্র গ্যাস সরবরাহ না হওয়ায় ব্যাথিত এ জনপদের মানুষ। পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিয়ানীবাজারের প্রায় ১৫ ভাগ পরিবারে সিলিন্ডার গ্যাস ব্যবহৃত হচ্ছে। শিল্পখাতের বিনিয়োগ পুরোটাই স্থবির।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আব্দুল জলিল সিলেটের একটি গনমাধ্যমকে বলেন, আগামী ১০ বছর বিয়ানীবাজারের গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলন করা যাবে। কূপটি থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে দৈনিক ১২৫ থেকে ১৩০ ব্যারেল কনডেন্স গ্যাস পাওয়া যাচ্ছে। তবে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।