
টাইমস ডেস্কঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর রুইগড়ে মামু ও বাগনার লাশ উদ্দ্বার করা হয়েছে।
রবিবার রাতে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সেলিম উদ্দিন এর বসত ঘরের ড্রয়িং রুম থেকে ফরিদ আহমদ (৪৫) পিতা তমজিদ আলী ও রুবেল আহমদ (৩৬) পিতা সৈয়দুর রহমান নামে দু জনকে হচেতন অবস্থায় উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে উভয়কে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তিদ্বয়ের আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের ধারণা ২৭মার্চ -২০২৫ খ্রি. ভোর রাতে অনুমান যে কোন সময় অতিরিক্ত মাদক সেবনের কারণে তাদের মৃত্যু হতে পারে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা মৃত ব্যক্তিদ্বয়ের ঘটনা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।