সিলেট
সিলেটে ছি ন তাই কালে ৩ জন আ ট ক

টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে ওই তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- দক্ষিণ সুরমার গোটাটিকরের মৃত আজগর আলীর ছেলে রাজু রহমান (২৫) ও ছোলাই শাহ মাজার এলাকার জয়নাল আবেদীনের কলোনির জামাল আহমদের ছেলে মাসুম আহমদ (২৬) এবং মদিনা মার্কেট এলাকার ইলু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকেল সোয়া ৪টার দিকে নগরীর ভাতালিয়া মধুশহীদ এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ রাজু ও মাসুমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রয়েছে।
এদিকে, রবিবার সকাল সোয়া ৬টার দিকে বন্দরবাজার মহাজনপট্টির সামনে থেকে ছোরা ধরে ছিনতাইকালে জুয়েল মিয়াকে আটক করা হয়।