ঈদ উপলক্ষে বিয়ানীবাজারের শপিংমলে ভিড়, আনন্দের সাথে চলছে ঈদ কেনাকাটা

স্টাফ রিপোর্টঃ ঈদুল ফিতর উপলক্ষে বিয়ানীবাজারের শপিংমলগুলোতে শুরু হয়েছে জমজমাট কেনাকাটার ধুম। প্রতি বছরের ন্যায় এবারও ঈদের কেনাকাটার জন্য ক্রেতাদের ভিড় জমেছে শপিংমলগুলোর প্রতিটি দোকানে দোকানে। পোশাক থেকে শুরু করে প্রসাধনী, জুতা, গয়না এবং অন্যান্য বিভিন্ন আইটেমের দোকানে চলছে ক্রেতাদের ব্যস্ততা।
এ বিষয়ে আম্বিয়া বস্ত্র বিতানের আলি আহমদ জানান, শপিংমলগুলোতে সারা দিন ধরে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর থেকেই বিশেষ করে নারী ও শিশুদের জন্য ঈদের পোশাকের শো-রুমগুলোতে ভিড় বাড়ে।
বিশেষ করে ছেলেদের পাঞ্জাবি, জুব্বা, শার্ট-টি-শার্ট, আর মেয়েদের পাকিস্তানি ড্রেস, সারারা, গারারা, টু-পিস, ত্রি-পিস, শাড়ি এবং গহনা—সবই খুব পছন্দের শীর্ষে।
একজন মহিলা ক্রেতা জানান, “আমরা ঈদের জন্য নতুন পোশাক কিনতে এসেছি। কোনো অসুবিধা ছাড়াই শপিং করতে পারছি।
আবরণি শাড়ি বিতানের মালিক আজহারুল ইসলাম আবির বলেন, “ঈদের জন্য আমরা বিশেষ কালেকশন এনেছি, যা আমাদের ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করছে।”
শপিংমলগুলোর দোকানে ক্রেতাদের হাসিমুখে কেনাকাটা চলছে। আরও একটি দোকান, লিবাসের বিক্রেতা কামরুল ইসলাম জানান, “এবারের ঈদে বেচাবিকি আগের বছরের তুলনায় অনেক বেশি হচ্ছে।”
ঈদ উৎসবের এই আনন্দদায়ক সময়ে শপিংমলগুলোতে জমজমাট কেনাকাটার দৃশ্য সকলের মধ্যে খুশি ও উদ্দীপনার সৃষ্টি করেছে। দোকানগুলোতে ঈদের পোশাক, গহনা, প্রসাধনী এবং অন্যান্য সামগ্রী নিয়ে ক্রেতাদের এক ধরনের উৎসাহ রয়েছে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।