বিয়ানীবাজার সংবাদ

কালবেলা’র বিয়ানীবাজার প্রতিনিধি শহিদুল ইসলাম সাজু

বিয়ানীবাজার টাইমসঃ জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম সাজু। গত ২০ ফেব্রুয়ারি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক পত্রে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।

শহিদুল ইসলাম সাজুর বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে। তিনি ২০১৬ সালে সিলেটের এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে সাংবাদিকতা জগতে পদাপর্ণ করা শহিদুল ইসলাম সাজু অদ্যাবধি কাজ করে জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকা দৈনিক বিজনেস বাংলাদেশ, দৈনিক একাত্তরের কথা, দৈনিক জৈন্তা বার্তা, সিলেট ভয়েস, সুরমা নিউজ, আওয়াজবিডি, বিয়ানীবাজার টাইমস, বিয়ানীবাজার নিউজ২৪ ও এবিটিভিতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি এজে মিডিয়া গ্রুপ কর্তৃক প্রচারিত দ্যা লোকাল টাইমস অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টালের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সাংবাদিক শহিদুল ইসলাম সাজু বিয়ানীবাজার প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

দৈনিক কালবেলা পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা ও সিলেট ব্যুরো প্রধান মিটু দাস জয়সহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পেশাগত কাজে অতীতের ন্যায় সাংবাদিক শহিদুল ইসলাম সাজু সকল শ্রেণীপেশার বিয়ানীবাজারবাসীর অব্যাহত সহযোগিতা এবং সংবাদ সংক্রান্ত বা যেকোন প্রয়োজনে মোবাইল নং (০১৭০৩-৪০১২৪৫) অথবা ই-মেইল ([email protected]) এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

Back to top button