বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সকাল সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না আজ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জের আশপাশ এলাকায় আজ শনিবার সকাল সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না। বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের ডিজিএম সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ সূত্রে জানা যায়, বার্ষিক রক্ষনাবেক্ষনের জন্য চারখাই গ্রিড সকাল ৮ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। এরজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।