
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরের সারী বালু মহাল হতে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করার জের ধরে বারকি শ্রমিক সভাপতি আমির আলি কর্তৃক দৈনিক কালবেলার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলামকে হাত কেটে ফেলার হুমকির প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ সভা ও কলম বিরতি পালন করেন। জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা কলম বিরতি ও প্রতিবাদ সভায় অংশ নেন। ৩১ শে ডিসেম্বর দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে কলম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার প্রবীন সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল।
কলম বিরতি ও প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সিনিয়র সাংবাদিক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ, বাংলা টিভির প্রতিনিধি দুলাল আহমেদ রাজু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, দৈনিক আজকের সিলেটের প্রতিনিধি ইমাম উদ্দিন। বক্তারা বলেন, শ্রমিকদের জিম্মি করে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাজমুল ইসলামের হাত কেটে ফেলার হুমকিতে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। উক্ত ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী হলেও এখন পর্যন্ত প্রশাসনের কোন কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে শ্রমিকদের কষ্টার্জিত বালু উত্তোলনে চাঁদাবাজির সাথে জড়িত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
প্রতিবাদ সভা শুরুর পূর্বে উপস্থিত সকল সাংবাদিকগণ মুখে কালো কাপড় বেঁধে কলম মাটিতে রেখে বিরতি কার্যক্রম শুরু করেন।
এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শোয়াইবুর রহমান, চ্যানেল এস এর গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্রতিনিধি সালমান শাহ, ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, এশিয়ান টিভির প্রতিনিধি ইউসুফুর রহমান, সিলেটের বানীর প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ, কাজির বাজার প্রতিনিধি মুরাদ হাসান।গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম, সংবাদ কর্মী রাসেল আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম, জুমবাংলা’র প্রতিবেদক শোয়েব রানা, জৈন্তার চিত্র’র প্রতিবেদক হাসান মোহাম্মদ বদরুল সহ স্থানীয় সংবাদিকরা।
সাংবাদিকদের কলম বিরতি চলাকালে তাদের সাথে সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে সভায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এর নেতৃত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে সাংবাদিকদের পাশে থাকা আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের অনিয়ম, দূর্ণিতি, অব্যবস্থাপনাকে তুলে ধরতে সাংবাদিকরা উপজেলায় কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন সাংবাদিকদের মুখ বন্ধ করার ক্ষমতা কারো নেই। যে বা যাহারা এই ক্ষমতার অপব্যবহার করতে চাইবে তাদের জৈন্তাপুর উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনগণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।