বিয়ানীবাজার সংবাদ

ছাত্রলীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বর্তমান সরকার। সরকারের এ সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারে আনন্দ মিছিল ও মিস্টি বিতরন করেছে সাধারন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে  বিয়ানীবাজার পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা একে অপরকে মিস্টি খাইয়ে দেয়।

মিছিল শেষে সরকারি কলেজ গেইট সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধের খবরে শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। সবাই দীর্ঘদিন ধরে নানান ধরনের নির্যাতনে স্বীকার ছিলো, আজ তারা সেই নির্যাতন থেকে মুক্তি পেয়ে উল্লাস প্রকাশ করছে।

এদিকে, বক্তব্যে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো সাংবাদিক এটিএম তুরাব হত্যাকারীদের বিচার দাবি করেন।

Back to top button